সোয়া তিন কোটি টাকার হেরোইনসহ নারায়ণগঞ্জে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ১ কেজি ছয়শো গ্রাম হেরোইনসহ মাসুম সরকার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম সরকার কুমিল্লা জেলার হোমনা থানার মো. হাসান আলী সরকারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

jagonews24

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রেস ব্রিফিংয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁ জোনের গোয়েন্দা টিম আজ রাতে ঢাকা-চিটাগাংরোড হাইওয়ে এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বন্ধু পরিবহনের কাউন্টারের পাশ থেকে মাসুম সরকার নামে মাদক কারবারিকে এক কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আমরা আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি অন্য আরেকজন তাকে এই হেরোইন দিয়েছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।