অতিরিক্ত মানুষ-মালামাল বোঝাই ট্রলারডুবি, নিখোঁজ গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খেয়া পারাপারের সময় ট্রলার ডুবে নালো বেগম নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দুধকুমার নদের মুড়িয়ার ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ নালো উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীর কুটি গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর ছেলের বৌভাতে চাঁদার টাকায় স্বর্ণালঙ্কার-ফ্রিজ উপহার, না খেয়েই ফিরে এলেন অনেকে

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জাগো নিউজকে বলেন, শনিবার সকালে ট্রলারযোগে বামনডাঙ্গার কুটিরচরে ছোট বোন নীলিমার বাড়ি যান নালো বেগম। রোববার ১২টার দিকে ট্রলারে আবার ফিরছিলেন। ৩০ মণ ধান, ১৬ মণ পাট, দুটি ঘোড়াসহ গাড়ি, ৩০ জন মানুষ বোঝাই ট্রলারটি ওপারের ঘাট থেকে রওনা দিয়ে কিছুদূর গিয়ে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খুঁজেও তাকে পাননি। দুপুর আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

নিখোঁজ গৃহবধূর ফুপাত ভাই ওছমান গণি বলেন, ‘আমরা ভেবে পাচ্ছি না চিরচেনা দুধকুমারে ডুবে প্রাণ যাবে তার। আমরা নদ তীরবর্তী মানুষরা এভাবেই সর্বদা প্রয়োজনে এপার-ওপারে যাতায়াত করি। এ প্রথম এখানে এরকম একটি দুর্ঘটনা ঘটলো। শুনেছি যখন ট্রলার ডুবে যায় তখন নদে তেমন স্রোত ছিল না। সম্ভবত ধান, পাট, মানুষের ভরে তলিয়ে গছে ট্রলারটি। স্বামী নুর মোহাম্মদ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় গ্রামে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন নালো বেগম।

আরও পড়ুন: সয়াবিন চাষে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকদের

অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোদাসসির বিন আলী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে যতটুকু জেনেছি অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে সম্ভবত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘাট ইজারাদারকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এখনো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। আপাতত দরিদ্র ওই পরিবারের কয়েকদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।