আখাউড়া স্থলবন্দর

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
গ্রেফতার স্বপন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামে এক যুকককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থলবন্দরে তাকে ইমিগ্রেশনে পুলিশ গ্রেফতার করে।

স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বন্দরে ব্ল্যাকলিস্টেড ছিলেন।

এদিকে, তার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।