ঘাতকরাই গণতন্ত্রের গল্প শোনায়: বাহাউদ্দিন নাছিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
জনসভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঘাতকরাই গণতন্ত্রের গল্প শোনায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, বিএনপির ভেতরেই দ্বিধা দ্বন্দ্ব আছে। নেতৃত্বের মধ্যে পরস্পরের যে ঐক্যের দরকার, তাদের মধ্যে তা নেই। যারা যুদ্ধাপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা নাকি রাষ্ট্রকে মেরামত করবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনারোধে মাদারীপুরে বসানো হয়েছে ৮৫ লুকিং গ্লাস

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শিরখাড়া এলাকায় জনসভা শেষে সাংবাদিকদের বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ১০ দফা দিয়েছে, আবার ২৭ দফা দিয়েছে। কোনটা রূপরেখা আর কোনটা মেরামত প্রক্রিয়ায় আছে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট না।

আরও পড়ুন: এক মেয়ের মৃত্যু, টাকার অভাবে ৩ শিশুর চিকিৎসা বন্ধের পথে

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী, তারাই আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনতে সত্যিই খুব আশ্চর্য লাগে। তারা এদেশের পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। এ অপশক্তিকে বাংলার জনগণ সমর্থন করে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।