কাজে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন ইপিজেডকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক অটোচালক।

বুধবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার সোনাররায় খয়রা নগর স্টেশনের পাশে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নীলফামারীতে রূপসা ট্রেনের সঙ্গে মিতালীর ইঞ্জিনের সংঘর্ষ

নিহত নয়নজলী রায় সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেলপার হিসেবে কাজ করতেন। আহত অটোচালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটের পার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে ইপিজেডে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন নয়নজলী। অটোরিকশায় করে যাওয়ার পথে ওই রেল ক্রসিং পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়নজলী মারা যায়।

আরও পড়ুন: সাড়ে ৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক শফিউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

রাজু আহম্মেদ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।