বরগুনায় আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

বরগুনার আমতলী উপজেলায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ গ্রেফতার ৪

আটকরা হলেন- জলিল মাতবর (৪২), ফরহাদ ওরফে মারুফ খান (২৯), হাফিজুর রহমান (২১), মাহফুজুর রহমান (২৪), পারভেজ (১৯), জহিরুল (২৪), মিতু আক্তার মুক্তা (১৮), সালমা (২৮), মৌসুমী (২০), পলী (১৮)।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। তারা জেলা ও জেলার বাইরে থেকে এসছেন। তাদের আমতলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: দুবাইয়ের ড্যান্সবারে বাধ্য করা হতো অনৈতিক কাজে

এর আগে, ২০২২ সালের ১৪ মার্চ দুপুর ২টার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করে চার যৌনকর্মীকে আটক করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন পরে আবার হোটেলটি চালু করা হয়।

জেএস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।