চিলাহাটির ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

নীলফামারীর চিলাহাটিতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় ডিএমই (লোকো ক্যারেজ) আশিষ কুমার কুণ্ডু, বিভাগীয় সিগন্যাল ও কমিউনিকেশন প্রকৌশলী রাজিব বিল্লাহ।

আরও পড়ুন:সিগন্যালের ভুলেই রুপসা-মিতালী এক্সপ্রেস দুর্ঘটনা

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ জানান, তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

এর আগে সকালে রুপসা এক্সপ্রেসের সঙ্গে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিতালি এক্সপ্রেসের চালকসহ রূপসা এক্সপ্রেসের অর্ধশতাধিক যাত্রী আহত হন৷

রাজু আহম্মেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।