নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, অটোরিকশার চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

ভোলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (২৭) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চরফ্যাশন পৌর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশার চালক রিয়াজ যাত্রী নিয়ে দ্রুত চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক নিহত ও দুই যাত্রী আহত হন।

চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।