হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
আদালত থেকে পুলিশ হেফাজতে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মঞ্জু হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে ২৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুয়া খেলতে গিয়ে দুই পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৭ 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। এর মধ্যে রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

রায় ঘোষণার সময় রুবেল ছাড়া দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গরু চুরি করতে গিয়ে ধরা, গৃহবধূর কারাদণ্ড 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিলে কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

আরও পড়ুন: এসিল্যান্ডের ভয় দেখিয়ে চাঁদা আদায়, যুবকের জেল 


আল-মামুন সাগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।