নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

নাটোরে স্কুলছাত্রী অপহরণে রনি আহম্মেদ (২০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

ট্রাইব্যুনাল সহকারী সাইফুল ইসলাম জানান, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। ওই দিন রাতেই ছাত্রীর ভাই বাদী হয়ে বোনের বান্ধবী ও তার ভাই রনি আহম্মেদসহ (২০) চারজনের বিরুদ্ধে মামলা করেন। দুদিন পর পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে সে আদালতে জবানবন্দি দেয় তাকে সীমান্তবর্তী একটি স্থানে আটক করে রাখা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে লালপুর থানার উপ-পরিদর্শক জামাত আলী ২০১০ সালের ৫ এপ্রিল শুধু রনি আহম্মেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি ট্রাইব্যুনালে আসে বিচারের জন্য। আদালতে ছয়জনের সাক্ষ্য দেন। পরে রনি আহম্মেদ জামিনে গিয়ে পলাতক হন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।