মালয়েশিয়ার বন্দরে খালি কন্টেইনারে মিললো কুমিল্লায় নিখোঁজ কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

কুমিল্লায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী কিশোর রাতুল ইসলাম সাঈদের (১৪) সন্ধান মিলেছে মালয়েশিয়ায়। দেশটির কেলাং বন্দরে জাহাজের কন্টেইনারের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) রাতুল ইসলাম সাঈদের চাচা মো. আজগর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে।

জানা যায়, গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায় ‘এমভি ইন্টেগ্রা’ নামে জাহাজটি। জাহাজটির একটি খালি কন্টেইনারে আটকা পড়ে রাতুল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কন্টেইনারের ভেতর শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দরকে জানানো হয়। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটির কন্টেইনার খুলে প্রতিবন্ধী এই কিশোরকে উদ্ধার করা হয়।

রাতুলের চাচা আজগর আলী বলেন, ‘রাতুল জন্ম থেকেই কথা বলতে পারেন না। বাকপ্রতিবন্ধী হওয়াতে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি। পরে সামান্য কথা বলতে পারত। দুই মাস সাত দিন আগে সে নিখোঁজ হয়। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমরা থানায় জিডিও করতে যেতে পারিনি। এমনকি মাইকিং বা প্রচারও করতে পারিনি। গতকাল ফেসবুকে তাকে দেখে চিনতে পেরেছি। আমরা তাকে ফেরত চাই। সরকারের কাছে অনুরোধ ছেলেটাকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার বলেন, রাতুলের ছবি দেখে শনাক্ত করি। পরে তার অভিভাবককে ইউনিয়ন পরিষদে খবর দিই। তাকে ফিরিয়ে আনতে আইনি যত সহযোগিতা লাগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা করবো।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।