সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিপন আকন্দ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আব্দুল্লাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিপন ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মণজানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

স্থানীয়রা জানান, শিপন মোটরসাইকেলে করে বয়ড়া হয়ে তারাকান্দি যাচ্ছিলেন। তিনি আব্দুল্লাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।