রামুতে মদ্যপ ছেলেকে বাসায় ঢুকতে না দেওয়ায় বাবাকে হত্যা
কক্সবাজারের রামুতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকতে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মোহাম্মদ আলম (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: ভোরে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে হত্যা
স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।তারপরও অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম