মেহেরপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:০৯ এএম, ২৩ জানুয়ারি ২০২৩

মেহেরপুরের গাংনীতে ট্রাকচাপায় শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

আরও পড়ুন: মহাদেবপুর ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত 

গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে করে গাংনীতে প্রশিক্ষণের জন্য আসছিলেন। মালসাদহ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম নিহত হন। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের সদস্যরা শামীমা ইসলামের মরদেহ উদ্ধার করে।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।