কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্তপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ট্রেনটি কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নার্গিস জানান, নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।