বেনাপোলে পাচারকারীর ফেলে যাওয়া সোনার ১০ বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রিজের ওপর থেকে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সোনার বারগুলো বার উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে সোনা পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে স্কচটেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম।

উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এই সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। সোনা পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।