ইয়াবা মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে আসামিদের মিয়ানমারে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয় রায়ে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অন ডাইং এলাকার মং সাদুর ছেলে এ খং সা, একই এলাকার স্যাং টোয়েংয়ের ছেলে মং চোং অং ও আইকান পেলিসং এলকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসাহাক।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম তিন মিয়ানমার নাগরিকের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর সাগরপথে ইয়াবা পাচারের সময় চার লাখ ৫০ ইয়াবা ও ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রাসহ তিন নাগরিককে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেন কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।