পাহাড়ে ৫ একর পপি ক্ষেত ধ্বংস করলো বিজিবি

বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে পাহাড়ে পাঁচ একর জমিতে চাষ করা পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকা থেকে এ পপি ক্ষেত ধ্বংস করা হয়।
আরও পড়ুন: সীমান্তে এক পক্ষের মাদক আরেক পক্ষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। সেখানে চাষ করা পাঁচ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়।
বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, আবাদ করা পাঁচ একর জমিতে আনুমানিক কয়েকশ কেজি আফিম উৎপাদন হতো। এ ছাড়া উপজেলার গহীন অরণ্যে আরও কোনো পপি ক্ষেত আছে কি না নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: বিজিবিতে সিপাহী পদে চাকরির সুযোগ
নয়ন চক্রবর্তী/এসজে/এমএস