ভোলায় যাত্রীবাহী বাস উল্টে ডোবায়, যাত্রী নিহত

ভোলার বাংলাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৩৫ যাত্রী আহত হয়েছেন।
নিহত মো. শাজাহান (৪৫) লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের কুমারখালি গ্রামের মো. মজিবুল হকের ছেলে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যাত্রী মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস বাংলাবাজার সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে মো. শাহাজান চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছেন।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস