কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

কুমিল্লা কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

মাহাবুবুল হক জেলার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দারবাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।

কারা সূত্র জানায়, তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে মাহাবুবুল হক কারাগারে আসেন ২০২২ সালের ১১ মার্চ। ওইসময়ে তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে ২৬ মার্চ কারা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি ছিলেন।

২০২২ সালের ২৭ নভেম্বর আবার অসুস্থ হয়ে পড়েন মাহাবুবুল হক। এরপর ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি হার্টের রোগী ছিলেন। বিকেলে হঠাৎ ঘেমে গিয়ে পড়ে যান। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।