টাঙ্গাইলে বিট কর্মকর্তার ওপর হামলা, কাঠবোঝাই গাড়ি-গুলি ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে বিট কর্মকর্তার ওপর আক্রমণ করে গজারি কাঠবোঝাই একটি গাড়ি ও চার রাউন্ড গুলি ছিনতাই করেছেন বনদস্যুরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার অরনখোলা বিট এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৩ জনের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ করেন দোখলা বিট কর্মকর্তা হামিদুল ইসলাম।

ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার ভুটিয়া গ্রামের নুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের সাহাদ আলী (৩২) ও স্বপন (৩০), ছোরহাব মিয়ার ছেলে মালেক (৪২), আব্দুস ছালামের ছেলে কালাম (৩৫), কুদ্দুসের ছেলে সাইদুল ইসলাম (৩০), ফরিদ মিয়ার ছেলে আল আমিন, বাদশা তালুকদারের ছেলে রুবেল (২৮), অরনখোলা গ্রামের আলী মন্ডলের ছেলে আবুল কালাম (৪৫), পিরোজপুর গ্রামের আব্দুল ছালাম (৪৫), হাসিস ও জব্বার মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, অরনখোলা বিটের গজারি গাছ কেটে গাড়িযোগে পাচার করছেন বনদস্যুরা—এমন সংবাদের ভিত্তিতে ফরেস্টগার্ড নিয়ে বিট কর্মকর্তা হামিদুল ইসলাম ভুটিয়া চৌরাস্তার পাশে অবস্থান নেন। তারা গাড়িটি আটক করলে পেছন থেকে বনদস্যুরা আক্রমণ করেন। পরে ফরেস্ট গার্ডদের কাছে থাকা চায়না রাইফেলের বাট ভেঙে চার রাউন্ড গুলিসহ গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যান তারা।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।