ভোলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি
ভোলার ঘরে ঘরে গ্যাস সরবরাহ, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের নতুন বাজার গিয়ে শেষ হয়।
এসময় ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোল কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল নান্টু, দৈনিক আজকের ভোলার প্রকাশক ও সম্পাদক শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক আবিদুল আলম, ভোলা জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক অভিনাশ নন্দী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলায় একের পর এক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে এবং গ্যাসও উত্তোলন হচ্ছে। কিন্তু এখনো ঘরে ঘরে গ্যাস পৌঁছায়নি। ভোলায় মাত্র দুই হাজার ৩৫০টি পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। তাই ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
ভোলা নর্থ-২ এ গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ এর নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে।
বাপেক্স জানিয়েছে, তিন হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
নতুন কূপটি ভোলা সদর উপজেলার দ্বিতীয় এবং জেলায় অষ্টম কূপ।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম