বেনাপোলে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোলের চেকপোস্ট এলাকায় বিজিবিকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নোম্যান্সল্যান্ড গেটে পেট্রাপোল বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আরপি উদিত বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আবু বকরের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

আরও পড়ুন: পাঁচবিবি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।