প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মো. রাকিব হোসেন (২১) নামের এক যুবক গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার(২৭ জানুয়ারি) ভোরে উপজেলার সোনারায় কুমবাড়ি ডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব হোসেন ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন: নীলফামারীর একরামুলসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৫ মার্চ

এর আগে বৃহস্পতিবার রাতে ডোমার থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর সাড়ে ১০ টার দিকে ওয়াজ মাহফিল শুনে ফেরার পথে রাকিব শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে। প্রতিবন্ধী ওই কিশোরী বিষয়টি প্রকাশ না করলেও অস্বাভাবিক আচরণ করে। এতে তার মায়ের সন্দেহ হয়। এক পর্যায়ে সে মায়ের কাছে সব বলে। এরপর বৃহস্পতিবার রাতে তার বাবা মা তাকে নিয়ে ডোমার থানায় একটি ধর্ষণের মামলা করে।

আরও পড়ুন: সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে নিজ বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারীর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজু আহম্মেদ/জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।