ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ভবন ভাঙতেই মিললো ৬৮ রাউন্ড গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাটির নিচে পাওয়া গেছে ৬৮ রাউন্ড গুলি। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় গুলির সন্ধান পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জাগো নিউজকে ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো রাইফেলের গুলি। তবে এগুলো দীর্ঘদিন আগের হওয়ায় মরিচা পড়ে গেছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বরাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এ স্কুলে থাকতেন। ধারণা করা হচ্ছে, গুলিগুলো সে সময়ের।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।