বঙ্গবন্ধু রেলওয়ে সেতু
মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়লো বিদেশি জাহাজ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল কাঠামোর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি মারস।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। খালাস শেষে এসব মালামাল নদীপথে যাবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের রেলওয়ে সেতুর জেটিতে।
বিদেশি জাহাজ এমভি মারসের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশ ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী জানান, পানামা পতাকাবাহী জাহাজ এমভি মারস গত ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৩ প্যাকেজে ১ হাজার ৫১৯ টন মালামাল রয়েছে।
তিনি আরও জানান, এটি হক অ্যান্ড সন্স লিমিটেডের পঞ্চম আমদানি চালান। জাহাজ থেকে এ মালামাল নামিয়ে সরাসরি দেওয়া হবে নৌযানে। পরে নদীপথে এ মালামাল যাবে রেলসেতুর জেটিতে।
সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে। প্রতিমাসে রেলসেতুর বিভিন্ন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে বিদেশি বাণিজ্যিক জাহাজ।
আবু হোসাইন সুমন/এসআর/এএসএম