ফ্রিজে আদাবাটা রাখা নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ফ্রিজে আদাবাটা রাখা নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম রাজু আহম্মেদ (৪০)। তিনি চেঙ্গুটিয়া গ্রামের মৃত গোলাম নবী মোল্যার ছেলে। আর যার বিরুদ্ধে হত্যার অভিযোগ তার নাম রাকিবুল ইসলাম (২৪)। বাবার নাম জসিম উদ্দিন খোকন। তিনি আবার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। তিনি নিহতের ভাই। সেই সুবাদে রাকিবুলের চাচা হন নিহত রাজু। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রাকিবুল।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার চাচা নিহত

প্রতিবেশী বারিক মোল্যা জানান, ঘটনার দিন দুপুরে রাজু তার ভাই খোকনের ফ্রিজে আদাবাটা রাখেন। এসময় খোকনের ছেলে রাকিবুলের সঙ্গে রাজুর আদাবাটা রাখা নিয়ে ঝগড়া হয়। এদিন সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ইউপি সদস্য খোকন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন: নেত্রকোনায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

তিনি আরও জানান, তার ছেলে রাকিবুল গত ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, খুনের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।