কোমরে লুকানো ছিল ৫৮ লাখ টাকার সোনা

যশোরে পাঁচটি সোনার বারসহ আবুল কালাম (৬৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম। মূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা। আটক ব্যক্তিকে শার্শা থানায় দেওয়া হচ্ছে।
মো. জামাল হোসেন/জেডএইচ/