বাগবিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাহত ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৮ জানুয়ারি ২০২৩

বগুড়ায় ছুরিকাঘাতে আসিফ শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শহরের হাকিড়মোড় সুলতানগঞ্জ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আসিফ শেখ ওই এলাকার হেলাল শেখের ছেলে ও বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ধুনটে ঘরে ঢুকে পুলিশ সদস্যের মাকে কুপিয়ে হত্যাচেষ্টা

উপশহর পুলিশ ফাঁড়ির (ইন্সপেক্টর) সুজন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার স্থানীয়ভাবে এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেই খেলা উপলক্ষে সুলতানগঞ্জপাড়ার এক মাঠে খাবারের আয়োজন করা হয়। সেই সময় ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিপু নামের সিনিয়র এক যুবকের ঘাড়ে হাত দেন। এ নিয়ে রিপু ও তুষারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে আসিফ উভয়কে থামিয়ে দেয়। পরে রিপু স্থানীয় রাব্বি নামের এক যুবকসহ তিন থেকে চারজনকে নিয়ে তুষারকে মারতে আসেন। আসিফ তাদের বাধা দিতে গেলে রিপু ও তার সহযোগীরা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।

আরও পড়ুন: ‘স্ত্রীর শোকে’ মানসিক ভারসাম্যহীন, ঘরে লাশ মিললো শিক্ষকের

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে আসিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

অভিযুক্তরা পলাতক থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।