ভোলার চরে কুকুরের কামড়ে মারা গেলো হরিণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৮ জানুয়ারি ২০২৩
আহত অবস্থায় প্রাণিসম্পাদ অফিসে নেওয়ার পর হরিণটি মারা যায়

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসনভাঙা চরে কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মৃত হরিণটিকে উপজেলার শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শশীগঞ্জ বিট কর্মকর্তা রোমেল হোসেন।

তিনি বলেন, দুপুরে বাসনভাঙা চরে কুকুরের আক্রমণে আহত হয় একটি হরিণ। স্থানীয়রা দেখতে পেয়ে আমদের খবর দেন। আমরা আহত হরিণটিকে চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরে নিয়ে যাই। তবে হরিণটি মারা যায়।

বিট কর্মকর্তা রোমেল আরও বলেন, এ হরিণের ওজন ৫০ কেজি হবে। হরিণটিকে শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।