দেশ ছাড়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মঈন উদ্দিন মহিনকে (৪৪) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঈন উদ্দিন মহিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান প্রকাশ চৌধুরী মিয়ার ছেলে।

আরও পড়ুন: ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বেগমগঞ্জ থানা পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজা এড়াতে কম্বোডিয়া পাড়ি দিচ্ছে এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, প্রথমা আক্তার পলিকে হত্যার দায়ে ২০০৫ সালের ২ সেপ্টেম্বর মামলা করেন তার বাবা। পরে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২৭ নভেম্বর আসামি মঈন উদ্দিন মহিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।