শীতের উপহার পেলেন ফেনীর ২৫০ ইমাম-মুয়াজ্জিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

ফেনীতে ২৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে শীতবস্ত্র হিসেবে চাদর উপহার দিয়েছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বালিগাঁও ইউনিয়নের ১০৩টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হাতে এ চাদর তুলে দেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

শীতের উপহার পেলেন ফেনীর ২৫০ ইমাম-মুয়াজ্জিন

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আব্দুল কুদ্দুস বিক্রম, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।

শীতের উপহার পেলেন ফেনীর ২৫০ ইমাম-মুয়াজ্জিন

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সমন্বয়ক ইমাম উদ্দিন শাওনের সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আলম সবুজ ও ইমাম মাওলানা রফিক উল্লাহ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।