ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৯ জানুয়ারি ২০২৩

নওগাঁয় পত্নীতলায় চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের মুলহোতা মঞ্জুর আলম (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৮জানুয়ারি) দুপুর ১২টার উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মঞ্জুর আলম নজিপুর মাদরাসাপাড়ার মৃত আলীম উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে রাত সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ৬ মাসের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- অভিযুক্ত মঞ্জুরুল আলম ও রেজাউল করিম একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছে। তারা ২০১৫ সাল থেকে দরিদ্র লোকদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করছে। যেখানে মঞ্জুরুল আলম মূলহোতা হিসেবে কাজ করছিল। মঞ্জুরুলের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এ সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে কখনো বা প্রাথমিক বিদ্যালয়ের চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে তিনি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। যেখানে রেজাউল করিম তার সহকারী হিসেবে কাজ করতেন এবং ভুয়া কাগজপত্র তৈরির দায়িত্বে ছিলেন।

২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেওয়ার জন্য ভুক্তভোগী লিপি পারভিনের কাছ থেকে ১০ লাখ টাকা নেন প্রতারক মঞ্জুরুল। পরে রেজাউল করিমের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেন। ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে ওই ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন ভুক্তভোগী লিপি। পরে ভুক্তভোগী জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

আরও পড়ুন: ভুয়া কাবিননামায় একের পর এক বিয়ে, ষষ্ঠ স্ত্রীর ঘরে ধরা

আরও জানা যায়, অভিযোগের পর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামানের নেতৃত্বে গোপনে পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজার এলাকা থেকে থেকে প্রতারক চক্রের মূলহোতা মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অনেক ভুয়া নথিপত্র জব্দ করা হয়। এরপরই মঞ্জুর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আব্বাস আলী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।