‘বন্ধন এক্সপ্রেস’ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট-মদ জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মদ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (২৯ জানুয়ারি) সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, তার নেতৃত্বে কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তাদের একটি দল ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেসের পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করেন।

এসময় এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন অ্যান্ড হেজেস ও ৯ হাজার শলাকা ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

কাস্টমসের এ কর্মকর্তা বলেন, পণ্যগুলো বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মো. জামাল হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।