দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো টিউবওয়েল মিস্ত্রির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুর রহমান (৪০) নামে এক টিউবওয়েল মিস্ত্রি মারা গেছেন।

রোববার (২৯ জানুয়ারি) ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ ডাঙ্গারহাট বাজার এলাকার কালাচান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবাইদুর রহমান উপজেলার সাতনালা ইউপির চানপাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে টিউবওয়েল মিস্ত্রি ওবাইদুর রহমান টিউবওয়েলের বোরিং করতে ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ ডাঙ্গারহাট বাজার এলাকার কালাচান গ্রামে কাজ করতে যান। এসময় টিউবওয়েলের বোরিং করার পরে জমিতে পানি দেওয়ার জন্য মটরের সংযোগ দিতে গিয়ে টিউবওয়েলে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।