রেললাইনে মিললো যুবকের ছিন্নভিন্ন মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেল লাইন থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে মির্জাপুর স্টেশনের কাছে বংশাই রোড রেলক্রসিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মির্জাপুর স্টেশনের মাস্টার কামরুল হাসান।

তিনি বলেন, সকালে রেলক্রসিং এলাকায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এস এম এরশাদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।