জমি দখলের চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ ৬ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁও সদরে জোর করে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

এরআগে রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর কলেজপাড়া গ্রামের প্রয়াত আইয়ুব আলী শেখের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে ভূল্লী থানায় একটি মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।

গ্রেফতাররা হলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহরের আশ্রমপাড়া এলাকার শ্রীদেব কুমারের ছেলে শ্রী সৃজন গুহ ঠাকুরতা (২৬), শহরের শান্তিনগর এলাকার দুলাল মিয়ার ছেলে তানভিন আক্তার তুহিন (২৫), শহরের হাজীপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল (৩৫), একই এলাকার রফিক উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৮), শহরের গোবিন্দনগর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ফারলিন (২৬) ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার প্রয়াত উমর আলীর ছেলে মো. আজিজ (৩৯)।

মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিনের কুমারপুর কলেজপাড়া গ্রামে গ্রেফতার ছয়জনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনের একটি দল জয়নাল আবেদীনের এক একর জমি জোর করে দখল করতে যায়। এসময় তারা ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। মামলার বাদী বাধা দিলে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে তারা জয়নাল আবেদীনকে মারপিট এবং ভয়ভীতি দেখান। এসময় স্থানীয় লোকজন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা শ্রী সৃজন গুহ ঠাকুরতাসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে কোনো অপরাধীর ঠাঁই নেই। কারও ব্যক্তিগত দায় সংগঠন বহন করবে না।

তানভীর হাসান তানু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।