বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপা এলাকার রুপচান ব্যাপারীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন-চারদিন আগের। এর ফলে দেহ অর্ধেক পচে গেছে। যে কারণে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল কী না তা শনাক্ত করা যায়নি। পরনে কালো প্যান্ট ছাড়া আর কোনো কাপড় ছিল না।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শারজাহান বলেন, খবর পেয়ে ফতুল্লার দাপা রুপচান ব্যাপারীর ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান একটি অজ্ঞাতপরিচয় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম