পরিচয় মিলেছে নিহত কেএনএফ সদস্যের, বাড়ি ছাড়েন ২ বছর আগে

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড় থেকে উদ্ধার গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে। তার নাম বেনেট থাং ম্রো (১৮)। তিনি উপজেলার সুয়ালুক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার লিপমাং ম্রো’র ছেলে। বেনেট কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এর আগে রোববার সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননোয়াম পাড়া থেকে বেনেটরের
গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ নিতে আসা বেনেট থাং ম্রো বলেন, ‘স্ত্রী-সন্তানদের নিয়ে ১১ বছর ধরে সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়ায় বসবাস করছি। আগে সুংসং পাড়ায় ছিলাম। ছেলে-মেয়ের মধ্যে বেনেট থাং ম্রো দ্বিতীয়। সে থ্রি-হুইলার চালাতেন। দুবছর আগে পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।’
আরও পড়ুন: বান্দরবানে সন্দেহভাজন কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
থাং ম্রোর দাবি, ‘ছেলের কেএনএফে যোগদানের বিষয়ে জানতাম না। রোববার কেএনএফের ফেসবুক পেজে তার ছবি প্রকাশ করে। জনমুখে শুনে মরদেহ দেখে ছেলেকে শনাক্ত করি।’
থাংয়ের প্রতিবেশীরাও একই কথা জানান, বেনেট দুই বছর আগে বান্দরবান পৌর শহরে থ্রি-হুইলার চালাতেন। দুবছর তার কোনো খোঁজ ছিল-না।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, নিহত কেএনএফ সদস্যের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
নয়ন চক্রবর্তী/এসজে/এমএস