বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আঁখি


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল আঁখি খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করেন আাঁখির বাবা ও মা। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নারায়ণকান্দি নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার নারায়ণকান্দি নবীনগর গ্রামের এনামুলের মেয়ে ও আল জামহুরিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী আঁখি খাতুনের সঙ্গে সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামের আলম শেখের ছেলে হাফিজুলের বিয়ের আয়োজন চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান পুলিশ ফোর্সসহ নারায়ণকান্দি নবীনগর গ্রামে হাফিজুলের বাড়িতে যান। পরে নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান বাল্যবিয়ের অপরাধ ও ভর্বিষ্যত সমস্যার কথা বলে মেয়ের পরিবারকে বুঝিয়ে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন।

রেজাউল করিম রেজা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।