কুমিল্লায় উদ্ধার হওয়া বানর বন ভিটেতে অবমুক্ত

কুমিল্লার বুড়িচংয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বানর বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বনে বানরটি অবমুক্ত করেন।
এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রাম থেকে বানরটিকে জব্দ করে স্থানীয়রা।
আরও পড়ুন: সোনাদিয়ায় দেখা মিললো বাঘসদৃশ প্রাণী, দ্বীপজুড়ে আতঙ্ক
কণ্ঠনগর গ্রামের কবির হোসেন বলেন, কণ্ঠনগরসহ তিন-চারটি গ্রামে ভারত সীমান্ত থেকে হঠাৎ একদল বানর এসে মানুষের ঘরবাড়িতে খাবারের জন্য ঢুকে পড়ে। এ ছাড়া ফল, ফুল ও জমির ফসল নষ্ট করে। রোববার দুপুরে মেহেদী হাসান নামে এক যুবক তার বাড়ির ছাদে কলা ও বিভিন্ন খাবার দিয়ে ফাঁদ পেতে একটি বানর আটক করেন। এ খবরে এলাকাবাসী ভিড় জমান এক নজর দেখার জন্য। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার খবর পেয়ে বন কর্মকর্তাকে বানরটি উদ্ধারের নির্দেশ দেন।
বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ জাগো নিউজকে বলেন, কণ্ঠনগর গ্রামে আটক করা বানরটি বিরল প্রজাতির। খবর পেয়ে এটি উদ্ধার করে বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বন বিভাগের বন ভিটেতে অবমুক্ত করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস