পটুয়াখালীতে ৭০ টাকা হালি হাঁসের ডিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩১ জানুয়ারি ২০২৩

পটুয়াখালীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহের থেকে ডিমপ্রতি এক টাকা বেড়েছে। তবে কেন এবং কি কারণে দাম বাড়লো এর কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি পাইকারি ও খুচরা বিক্রেতারা। তাদের দাবি হাঁস-মুরগির খাবারের দাম বাড়ায় ডিমের দামও বেড়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী শহরের বিভিন্ন ডিমের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে মুরগির ডিম প্রতিকুড়ি (২০ টি) ২০০ টাকায় বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ২২০ টাকায়। একইভাবে প্রতিকুড়ি হাঁসের ডিম গত সপ্তাহে ৩৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হয়েছে ৩৫০ টাকায়। যার ফলে ক্রেতাদের এ সপ্তাহে হাঁস এবং মুরগীর ডিমপ্রতি এক টাকা করে বেশি দিতে হচ্ছে।

jagonews24

আরও পড়ুন: রংপুরে কাঁচামরিচের সেঞ্চুরি, বেড়েছে ডিমের দামও

শহরের কলেজরোড এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, চিন্তা করা যায় এক হালি হাঁসের ডিম ৭০ টাকা! এতে করে একটি ডিমের দাম দাঁড়ায় সাড়ে ১৭ টাকা। মানুষ তো ডিম খেতে পারবে বা। কোনো কারণ ছাড়াও যে যার মতো দাম বাড়িয়েছে। সরকারের এ বিষয় কোনো মাথাব্যথা নেই।

শহরের নতুন বাজার এলাকার মুদি মনোহরী ব্যবসায়ী আল আমিন সিহাব বলেন, কয়েকদিন থেকেই পাইকারা দাম বাড়িয়েছে। মুরগির খাবারের নাকি দাম বেড়েছে সে কারণে তারা ডিমের দাম বাড়িয়েছে। দাম কমালে আমরাও কমে বিক্রি করতে পারবো।

আব্দুস সালাম আরিফ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।