হবিগঞ্জে নৌ-পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ব্যবসায়ী আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪১) নামে এক নৌ-পুলিশকে পিটিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী পুলক দাশকে (২৮) আটক করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গ্রেফতার পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান। রাতেই পুলককে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে ঐতিহ্যবাহী পলোবাইচে হাজারো মানুষের ঢল
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে মার্কুলি বাজারের একটি দোকানে তিনি অন্যান্যদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ হামলা চালান পুলক দাস। এতে গুরুতর জখম হন কনস্টেবল জাহাঙ্গীর আলম। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ওসি অজয় কুমার দেবসহ পুলিশের কর্মকর্তারা। সেখানে পুলিশ অভিযান চালিয়ে রাতেই হত্যাকারী পুলককে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
আরও পড়ুন: পুলিশের পতিত জমিতে সবুজের সমারোহ
স্থানীয়রা জানায়, নৌ পুলিশে চাকরির সুবাদে স্থানীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কনস্টেবল জাহাঙ্গীর আলমের। ঘটনার আগের দিন ওই এলাকায় পুলক দাসকে গাঁজাসেবন করতে দেখলে তিনি তাকে শাসন করেন। এ শাসনের কারণে ক্ষোভ থেকেই পুলক জাহাঙ্গীর আলমকে হত্যা করতে পারে বলে ধারণা তাদের।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জিকেএস