নারায়ণগঞ্জ আদালতে বিস্ফোরণ
নারায়ণগঞ্জে আদালতের নিচ তলার বাথরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই স্থানে কিছু লোহার টুকরা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এরইমেধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি আনিসুর রহমান মিয়া ও জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমিনসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।
এ বিষয়ে ডিসি আনিসুর রহমান বলেন, আলামত সংগ্রহ ও সিসি ক্যামেরায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি বোমা কিংবা বায়োবিস্ফোরণ কিনা তা পরে জানানো হবে।