মোংলা ইপিজেডে আগুন
লাগেজ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে
মোংলা ইপিজেডে লাগেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। এছাড়া ইপিজেড, বন্দর ও নৌবাহিনীর ইউনিটকেও কাজ করতে দেখা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক।
তিনি বলেন, দুই ঘণ্টা ধরে আগুন জ্বলছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং ইপিজেড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছে।
নির্বাহী পরিচালক আরও বলেন, কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি-না তা এখনো জানা যায়নি।
আবু হোসাইন সুমন/এসজে/এএসএম