গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

নড়াইলে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই নাশকতা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সংগঠনের জিহাদি বই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন সদরের মির্জাপুর কলেজের শিক্ষক ও নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আব্দুল মান্নান, বিজয়পুর মসজিদের ইমাম ও খতিব রহমত উল্লাহ, একই এলাকার হাসমত ফকির, আব্দুল হান্নান, ওমর ফারুক মোল্যা, আলী আজম শেখ, আরমান হুসাইন, ভওয়াখালী এলাকার হিমু মল্লিক, আলাদাপুরের ফরহাদ হোসেন, মশিউর রহমান ও হাটবাড়িয়া এলাকার জালাল উদ্দিন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ডিসেম্বর সরকারি স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন জামায়াতের শতাধিক নেতাকর্মী। এসময় তারা উসকানিমূলক স্লোগান দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। এ ঘটনায় সদর থানায় ১২০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

হাফিজুল নিলু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।