ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন
ভোটার উপস্থিতি কম, এক ঘণ্টায় দুই কেন্দ্রে পড়লো ২৭ ভোট

চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি নেই। বেশিরভাগ ভোটকেন্দ্র ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সকাল সাড়ে ৯টার দিকে সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। এক ঘণ্টায় দুটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২৭টি। এর মধ্যে অন্নদা উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে ১৯টি আর ইউনিয়ন পরিষদে আটটি।
অন্নদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ভোটার উপস্থিতি কম। হয়তো শীতের সকাল হওয়ায় এমনটি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস