ভোটারশূন্য চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের অধিকাংশ কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ কেন্দ্র এখনো ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সকাল সাড়ে ৯টার দিকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, পিটি আই, আলীনগর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কয়েক মিনিট পর পর দু-একজন ভোটার লাইনে এসে দাঁড়ান। আবার কিছু কেন্দ্র একেবারে ফাঁকা। ফলে অল সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।

আহসান নামে এক ভোটার বলেন, ‘যে গণ্ডগোল কয়েক দিন ধরে হইছে। এ জন্য মনে হয় ভোটাররা আসেনি। আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি।’

cha-2.jpg

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান জাগো নিউজকে বলেন, ভোটারের উপস্থিতি কম। তবে আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল আরমান জাগো নিউজকে বলেন, সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৩৫ টা ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি খুবই কম।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জাগো নিউজকে বলেন, এখনো আমি কোনো কেন্দ্রে যাইনি। আমি আর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ১০ টার পর বের হবো। এরপর বলতে পারব ভোটারের উপস্থিতি কেমন।

সোহান মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।