ঠাকুরগাঁও

ভোটের শুরুতেই ইভিএমে ত্রুটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
দুবারের চেষ্টায় ভোট দিতে পারেন নিলি রানী

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। তবে এখনো ভোটার উপস্থিতি কম।

এদিকে ভোটের শুরুতেই পিরগঞ্জ পৌরসভার লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে। এতে ভোট দিতে বিলম্ব হচ্ছে। অনেকে দুবারের চেষ্টায় ভোট দিতে পারছেন।

সকাল সাড়ে ৮টার আগে ওই কেন্দ্রে এসে বুথের ২ নম্বর কক্ষে প্রথম লাইনে দাঁড়ান নিলি রানী। ভোট গ্রহণ শুরু হলে যথারিতি ভোট দেন ইভিএম মেশিনে। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে পোলিং কর্মকর্তা জানান মেশিনে ভোটগ্রহণ হয়নি। কিছু সময় অপেক্ষার পর আবারও ভোট দেন।

নিলি রানী রসিকতা করেই বলেন, ‘ইভিএম মেশিনে দুইবার ভোট দিলাম। প্রথমবার মেশিনে ত্রুটির কারণে ভোট নাকি হয়নি। পরে আবারও দিয়েছি। তবে অনেক্ষণ অপেক্ষা করতে হয়েছে।’

tha-(2).jpg

একই কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দিতে এসেছেন দিনেশ চন্দ্র। এখানেও ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়৷ ভোটগ্রহণ হচ্ছিল না।

দিনেশ চন্দ্র বলেন, ‘কী কারণে সমস্যা হচ্ছে আমি জানি না। এ মেশিনে প্রথম ভোট দিচ্ছি। শুরুতেই এমন সমস্যা ভোটারদের দুশ্চিন্তায় ফেলবে। ভোটারদের যেন ভোগান্তি না হয় সেদিক বিবেচনা করে দ্রুত সমাধান জরুরি।

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল মাবুদ জাগো নিউজকে বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭০৬ জন। যথা সময়ে ভোটগ্রহণ শুরু হলেও কয়েকটি মেশিনে ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। আমরা নির্বাচন অফিসে যোগাযোগ করছি। সমাধান হয় যাবে।

তানভীর হাসান তানু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।