নৌকাডুবির ৯ ঘণ্টা পর নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি (কলমাকান্দা) নেত্রকোনা
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকাডুবে দেলোয়ার হোসেন (২৫) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। ৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার (১ ফেব্রুয়ারি ) সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে কয়লাবোঝাই নৌকাটি ডুবে যায়। দেলোয়ার হোসেনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নেত্রকোনায় হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

তিনি বলেন, খবর পেয়ে আমরা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এসময় ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে চালক দেলোয়ার হোসেনের মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই।

নৌকায় থাকা দেলোয়ার হোসেনের ভাই আয়নাল হক বলেন, তাহিরপুরের বড়ছড়া স্থল শুল্কস্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে পাটলাই নদীর নৌপথে সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ইঞ্জিতচালিত নৌকাটি ছেড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দার উব্দাখালী নদীর সেতু সংলগ্ন নৌঘাটে পৌঁছার পর শ্রমিক না থাকায় কয়লা ঘাটে তোলা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নৌকায় থাকা ছয়জন হোটেলে খাবার খেয়ে রাতে নৌকাতেই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় শরীর ভিজে শীত অনুভব করায় ঘুম থেকে ভেঙে যায়। তখন বুঝতে পারি ট্রলারটি ডুবে যাচ্ছে। এসময় ট্রলারে থাকা আমিসহ তাহিরপুরের কলাগাঁও গ্রামের শ্রমিক হাফিজ উদ্দিন, গোলকপুর গ্রামের মানিক হোসেন, বালিয়াঘাট গ্রামের অমিত হাসান ও আমার ভাই টিয়া হোসেন তীরে উঠতে পাড়ি। কিন্তু আমার আরেক ভাই দেলোয়ার হোসেন নিখোঁজ হন। বুধবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তার মরদেহ উদ্ধার করেছেন।

আরও পড়ুন: নেত্রকোনায় চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ারের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

এইচ এম কামাল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।